দেলিলার: উসমানীয় সাম্রাজ্যের গেরিলা বাহিনী
--
দেলিলার শব্দটি ফার্সী, যার অর্থ "নির্ভীক, সাহসী, অডেশাস বা দুঃসাহসী, নিরাতঙ্ক, বীর"। এরা ছিল উসমানীয় বাহিনীর ঝটিকা আক্রমণকারী হালকা ঘোড়সাওয়ারী ইউনিট বা "Shock Troops"। এদের আবির্ভাব হয়েছিলো বলকান অঞ্চল থেকে। এদের কাজ ছিল হঠাৎ করে ঝটিকা আক্রমন করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া। এরা ঝটিকা আক্রমণ করে শত্রুপক্ষের মধ্যে এমন ভয় ছড়াতো যে, শত্রুরা যুদ্ধক্ষেত্র থেকে মাঝে মাঝে উল্টো দৌড়ে পালাতো।
--
দেলিলারদের যুদ্ধকৌশল ছিল "গেরিলা পদ্ধতির"। অর্থাৎ সামনে শক্তিশালী শত্রুকে এমন ক্ষিপ্রতার সাথে লুকিয়ে আক্রমন করা যাতে তারা টেরই না পায়। অনেক সময় এরা শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রের মাঝে সিদ্ধান্তহীনতায় ফেলে দিতো। দেলিলারদের উসমানীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দেহরক্ষী হিসেবেও নিযুক্ত করা হতো, কারণ এদের চোখ এবং কান তলোয়ারের ন্যায় ধারালো ছিলো।
--
এই দেলিদের সবচাইতে আকর্ষণীয় দিকটি ছিলো এদের যুদ্ধ পোশাক। এরা একেকজন বিশেষ বিশেষ পোষাক পরিধান করতো। এদের বেশীরভাগই বলকান অঞ্চলের যুবক ছিলো। এরা একাই এদের চেয়ে শক্তিশালী কয়েকজন শত্রুকে গেরিলা আক্রমণ করে বাকি সবার মধ্যে ভয় ছড়িয়ে দিতো। দেলিদের পোশাক ছিলো ভয়াবহ অস্থির! এরা হালকা বর্মের সাথে পাখির ডানা ও পালক পড়তো। তার সাথে মুখোশও পড়তো অদ্ভুত রকমের। এদের ঘোড়াদের পড়ানো হতো নেকড়ের চামড়া। অন্ধকারে বা দূর থেকে দেখে এদের মনে হতো ভয়ঙ্কর কিছু আসছে।
--
এই যুদ্ধকৌশলটি উসমানীয় মুসলিম যোদ্ধাদের মধ্যে ব্যাপক সফলতা এনে দিয়েছিলো। দেখা যেতো ক্রুসেডারদের মধ্যে একটা ভয়ই ঢুকে গিয়েছিলো যে দেলিলারদের স্পর্শ করা যায়না। এরা অদৃশ্যের মতো এসে হামলা করে। সর্বপ্রথম দেলিলার বাহিনী গঠিত হয়েছিলো সার্বিয়ান ও বসনিয়ান যুবকদের নিয়ে। উসমানীয় সাম্রাজ্যের বসনিয়া অঞ্চলের গভর্নর গাজী হুসরেভ বেগ এদের নেতৃত্ব দেন। গাজী হুসরেভ ঐসময় "১০,০০০" দেলিদের সেনাপতি ছিলেন। গাজী হুসরেভ বেগ ও দেলিদের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা দেখে তৎকালীন রুমেলিয়া অঞ্চলের গভর্নরও দেলিদের নিয়ে কাজ করা শুরু করেন।
--
বেশীরভাগ দেলিরাই বসনিয়ান, আলবেনিয়ান ও সার্বিয়ান যুবক ছিলো। এদের আবার অনেকেই সুফিদের হাতে ইসলাম ধর্মগ্রহণ করে ইসলামের প্রতি ডেভোটেড হয়ে যেতো ও ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতো। ঐতিহাসিকগণেরা বলেন যে, দেলিদের নিয়ে সর্বপ্রথম মিলিটারি ইউনিট গঠন করা হয় ১৫ শতাব্দীর রুমেলিয়ায়। ১৫ শতাব্দীতে এদের উসমানীয় অ্যাম্পায়ারের বর্ডার রক্ষার দায়িত্ব দিলেও ১৬ শতাব্দীতে এসে এদের আর্মির মর্যাদা দেওয়া হয়।
--
অনেকেই এই দেলিদেরকে আকিনজিদের সাথে মিলিয়ে করে ফেলেন। কিন্তু "আকিনজি" ছিলো উসমানীয়দের আরেক দুর্ধর্ষ "গেমচেইঞ্জার"। ১৮২৯ সালে এই বাহিনী বিদ্রোহ শুরু করলে তাদের নিষিদ্ধ ঘোষনা করা হয়।

